ঢাকা , সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
"তিতাস টেলিভিশন"এ আপনাকে স্বাগতম। চলছে"তিতাস টেলিভিশন"এর পরীক্ষামূলক সম্প্রচার। সারাদেশে আমাদের প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

কৃষক-শ্রমিকের কাছে তাদের অপরাধী সাব্যস্ত করলেন সায়ান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

একদল মানুষের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। এই মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করেছেন জীবনমুখী প্রতিবাদী গানের এই শিল্পী। তার মতে, এই মানুষেরা কৃষক-শ্রমিকের কাছে অপরাধী।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার বেলা সাড়ে ১২টায় সায়ান ফেসবুকে দিয়েছেন শক্ত এক বার্তা। সেখানে পোস্ট করা ২১টি নিউজ ফটোপোস্ট স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী আমলে অপরাধে জড়িত মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের ঘনিষ্ঠজনদের অপরাধের কথা। কেউ শতকোটি, কেউ হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কারও সম্পদ আরব আমিরাতে, আবার কারো রাশিয়ায়। সেসব অপরাধীদের উদ্দেশে ঘৃণা প্রকাশ করেছেন এই শিল্পী।

ওই পোস্টে সায়ান লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ-পক্ষশক্তির কিছু সদস্যের মুক্ত-হস্তে লুটপাটের নমুনা! দিনরাত সারাক্ষণ চুরি না করলে কেউ এত টাকা বানাতে পারে, আমাদের মতো একটা দেশে? এরা দেশপ্রেমিক? এদের থেকে দেশপ্রেমের প্রশিক্ষণ নেব আমরা? এদের নৈতিক কর্তৃত্বের গলাবাজি শুনবো?’

‘মুক্তিযুদ্ধের চেতনা’র নামে মন্ত্রী-সংসদ সদস্যদের আত্মসাৎ করা টাকাগুলোকে জনগণের উল্লেখ করে সায়ান লিখেছেন, ‘এই টাকাগুলো বাংলাদেশের মানুষের। পতিত দলের কর্মকান্ড আমাদের স্মরণে রাখা দরকার আগামী দিনের জন্য। তারা রাজনীতি করেছেন “চেতনা” শব্দটি ব্যবহার করে। কাজের সাথে মিলিয়ে মনে হচ্ছে, এটা মূলত “চুরির চেতনা”। মুখে সারাক্ষণ মুক্তিযুদ্ধ, আর কাজে সারাক্ষণ চুরি! দেশের মানুষকে ঠকিয়ে এই মাটির পয়সা চুরি করতে তাদের খারাপ লাগেনি কখনো।’

হাছান মাহমুদ, রাশেদ খান মেনন, দীপু মনি, শাহরিয়ার আলম, আছাদুজ্জামান মিয়া, সালমান এফ রহমান, নিক্সন চৌধুরী, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, নাঈমুল ইসলাম খান, নাফিস সরাফত, টিউলিপ সিদ্দিক, জান্নাত আরা হেনরি, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপসদের দুর্নীতির সেসব ফটো পোস্টে উল্লেখ করা টাকার পরিমাণ নতুন করে বিস্মিত করেছে সায়ানের অনুসারীদেরও। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে চিকিৎসা না পেয়ে মরে যাওয়া, সংসার চালাতে না পারা, চাকরি না পাওয়া, শিক্ষা না পাওয়া প্রত্যেকটি মানুষের কাছে এরা অপরাধী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে! প্রতিটি কৃষকের কাছে তারা অপরাধী। প্রত্যেক শ্রমিকের কাছে তারা অপরাধী।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কৃষক-শ্রমিকের কাছে তাদের অপরাধী সাব্যস্ত করলেন সায়ান

আপডেট সময় ১১:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

একদল মানুষের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। এই মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করেছেন জীবনমুখী প্রতিবাদী গানের এই শিল্পী। তার মতে, এই মানুষেরা কৃষক-শ্রমিকের কাছে অপরাধী।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার বেলা সাড়ে ১২টায় সায়ান ফেসবুকে দিয়েছেন শক্ত এক বার্তা। সেখানে পোস্ট করা ২১টি নিউজ ফটোপোস্ট স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী আমলে অপরাধে জড়িত মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের ঘনিষ্ঠজনদের অপরাধের কথা। কেউ শতকোটি, কেউ হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কারও সম্পদ আরব আমিরাতে, আবার কারো রাশিয়ায়। সেসব অপরাধীদের উদ্দেশে ঘৃণা প্রকাশ করেছেন এই শিল্পী।

ওই পোস্টে সায়ান লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ-পক্ষশক্তির কিছু সদস্যের মুক্ত-হস্তে লুটপাটের নমুনা! দিনরাত সারাক্ষণ চুরি না করলে কেউ এত টাকা বানাতে পারে, আমাদের মতো একটা দেশে? এরা দেশপ্রেমিক? এদের থেকে দেশপ্রেমের প্রশিক্ষণ নেব আমরা? এদের নৈতিক কর্তৃত্বের গলাবাজি শুনবো?’

‘মুক্তিযুদ্ধের চেতনা’র নামে মন্ত্রী-সংসদ সদস্যদের আত্মসাৎ করা টাকাগুলোকে জনগণের উল্লেখ করে সায়ান লিখেছেন, ‘এই টাকাগুলো বাংলাদেশের মানুষের। পতিত দলের কর্মকান্ড আমাদের স্মরণে রাখা দরকার আগামী দিনের জন্য। তারা রাজনীতি করেছেন “চেতনা” শব্দটি ব্যবহার করে। কাজের সাথে মিলিয়ে মনে হচ্ছে, এটা মূলত “চুরির চেতনা”। মুখে সারাক্ষণ মুক্তিযুদ্ধ, আর কাজে সারাক্ষণ চুরি! দেশের মানুষকে ঠকিয়ে এই মাটির পয়সা চুরি করতে তাদের খারাপ লাগেনি কখনো।’

হাছান মাহমুদ, রাশেদ খান মেনন, দীপু মনি, শাহরিয়ার আলম, আছাদুজ্জামান মিয়া, সালমান এফ রহমান, নিক্সন চৌধুরী, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, নাঈমুল ইসলাম খান, নাফিস সরাফত, টিউলিপ সিদ্দিক, জান্নাত আরা হেনরি, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপসদের দুর্নীতির সেসব ফটো পোস্টে উল্লেখ করা টাকার পরিমাণ নতুন করে বিস্মিত করেছে সায়ানের অনুসারীদেরও। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে চিকিৎসা না পেয়ে মরে যাওয়া, সংসার চালাতে না পারা, চাকরি না পাওয়া, শিক্ষা না পাওয়া প্রত্যেকটি মানুষের কাছে এরা অপরাধী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে! প্রতিটি কৃষকের কাছে তারা অপরাধী। প্রত্যেক শ্রমিকের কাছে তারা অপরাধী।’